স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৮ ২০২২, ১৬:৪৯

মো. সাখাওয়াত হোসেন,স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল (এম.পির) সাথে ‘বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’ কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সে সময় বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে সূত্রে জানা যায়।

সোমবার (৭ নভেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রীর বাসভবনে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. জামিল আহমেদ রাজু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইয়াসিন আকন্দ, সিনিয়র সহ-সভাপতি জামিল আহমেদ রাজু, সহ-সভাপতি হামিদা ইসলাম, সহ-সভাপতি মোকসেদুল আলম বাবুল, সহ-সভাপতি মো. ইউসুফ মিয়া নিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, এনটিভির সংবাদ পাঠিকা মুনতাহেনা রিতু, কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা সামিতা ইয়াছমিন প্রমুখ।

উল্লেখ্য যে, “বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড”-এর প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মন্ডলির সদস্য, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক, শ্রমিক ফেডারেশনের চেয়ারম্যান এবং সাবেক নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান (এম.পি)।