স্বপ্নযাত্রী ফাউন্ডেশন’র সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০৪ ২০১৯, ১৮:০৫

 

ইমাম হোসাইন কুতুবীঃ

রাঙামাটির শান্তিনগর এলাকায় স্বপ্নযাত্রী ফাউন্ডেশন জেলা’র অধীনে পরিচালিত বিদ্যাপীঠ “স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ-১ সকল ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়,উক্ত আয়োজন পরিচালনায় ছিলেন রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক,আহমেদ ইসতিয়াক (আজাদ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান মহসিন (রোমান) প্রধান অতিথির বক্তব্যে উনি বলেন, সি আর আই ইয়ুথ এওয়ার্ড প্রাপ্ত সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটিতে স্বেচ্ছাসেবীদের একটি ব্যান্ড হিসেবে পরিচিত তাদের কাজের ধারাবাহিকতায় যেসকল কাজ হচ্ছে প্রশংসনীয় এবং উনি উনার সাধ্যমতো পাশে থেকে অএ বিদ্যাপীঠ “স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ-১” তথা স্বপ্নযাত্রী ফাউন্ডেশন এর জন্যে সহযোগিতা করবেন।

রাঙামাটি জেলা শাখার সভাপতি আজাদ সিদ্দিক এর সভাপতিত্বে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক রাঙামাটি পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক ঝিমি কামাল, সাবেক প্যানেল মেয়র রবিউল আলম (রবি) রাঙামাটির বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এত প্রতিনিধি সহ অত্র জেলা শাখার সিঃসহ-সভাপতি মোঃরমজান আলী, দপ্তর সম্পাদক আরিফুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলী আশরাফ, মহিলা সম্পাদিকা হিমু বড়ুয়া, দূযোর্গ ও ত্রান বিষয়ক উজ্জল মল্লিক, সিনিয়র সদস্য প্রিন্স নিজাম, সদস্য মঈন উদ্দীন, নূর মোহাম্মদ সম্রাট প্রমুখ।