স্পেনে প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রাহমান (রাহ) এর স্মরণ সভা সফল করার আহ্ববান
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ১০ ২০১৮, ১৫:৫৮
বাংলার সিংহপুরুষ, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রয়াত আমীর, জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রাহমান (রাহ) এর স্মরণে আগামি ১৫ই ডিসেম্বর শনিবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত আল হাবিব ফাউন্ডেশন স্পেনের উদ্যোগে স্মরণ সভা ও দু’আ মাহফিলের আয়োজন করা হয়েছে।স্মরণ সভা সফল ও সার্থক করতে বার্সেলোনা বসবাসরত সর্বস্তরের তৌহিদী জনতাকে আহবান জানিয়েছেন বাস্তবায়ন কমিটির সার্বিক তত্বাবধায় প্রিন্সিপাল এইচ এম মাওলানা রায়হান আহমদ, স্মরণ সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক হাফিজ মাওলানা আব্দুল কাদির আল মাহদি,বাংলাদেশ খেলাফত মজলিস স্পেনের সহ সভাপতি মাওলানা আব্দুল মালিক, স্মরণ সভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মামুন আহমদ বাংলাদেশ খেলাফত মজলিস স্পেনের সেক্রেটারি মাওলানা আজমুল ইসলাম সেলিম প্রমুখ৷ উল্লেখ্য, উক্ত স্মরণ সভা আগামি শনিবার মুরক্কিয়ান কমিউনিটি হল C/ Carme 84 বার্সেলোনা,স্পেনে অনুষ্ঠিত হবে।
অথিতি হিসেবে উপস্থিত থাকবেন জামেয়া ইসলামিয়া বার্মিংহাম মাদ্রাসার শায়খুল হাদিস ও প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক্ব, জামেয়াতুন নুর ইসলামিয়া লন্ডনের প্রিন্সিপাল খতিব মাওলানা তাজুল ইসলাম,এছাড়া আরও স্থানীয় আলেম উলামা ও কমিউনিটি ব্যক্তিবর্গ বক্তব্যে রাখবেন