স্ত্রীর লাথির আঘাতে স্বামীর মৃত্যু!
একুশে জার্নাল
অক্টোবর ০৯ ২০২০, ১৭:৩৯
মামুনুর রশিদ মাহিন – সীতাকুণ্ড(চট্রগ্রাম) প্রতিনিধি:
চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নং ওয়ার্ডে এ জঙ্গল সলিমপুর এলাকায় স্ত্রীর লাথির আঘাতে স্বামীর মৃত্যু হয়।
মঙ্গলবার(৬ অক্টোবর ২০)
উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়,কিপ্ত হয়ে স্ত্রী স্বামীর স্পর্শ কাতর স্থানে লাথি মারার পর,সেই অসুস্থ হয়ে পড়ে।এমন অবস্থায় স্বামীকে চট্রগ্রামের একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া শেষে করে বাসায় নিয়ে আসা হয়।
শুক্রবার(৯ অক্টোবর ২০)
উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় ভোর সাড়ে পাঁচটায় দিকে নিজ ঘরে অসুস্থ অবস্থায় আবুল হাসেম (৫৫)এর মৃত্যু হয়।
নিহতের বাড়ি,সিরাজগঞ্জ জেলার,চলঙ্গা উপজেলার, আগরপুর ইউনিয়নের মোঃমছের আলীর পুত্র আবুল হাসেম বলে জানা যায়।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বিষয়টি নিশ্চিত করেন,এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।