স্কুৃল ফাঁকি দিয়ে পার্কে; অষ্টম শ্রেণিপড়ুয়া ছাত্রের ব্যাগে মিলল কনডম
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ০২ ২০২২, ০৬:০০
নারায়ণগঞ্জে একটি পার্কে অভিযান চালিয়ে স্কুল ফাঁকি দিয়ে ঘোরাফেরা করায় পাঁচজন কিশোরকে আটক করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরার নেতৃত্বাধীন একটি দল। এ সময় অষ্টম শ্রেণিপড়ুয়া এক ছাত্রের ব্যাগে মিলেছে পাঁচটি কনডম। এ ঘটনায় তাদের অভিভাবকদের ডেকে মুচলেকা নেওয়া হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে ফতুল্লা পঞ্চবটির অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, বিকেলে অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে ঘোরাফেরা করছিলেন ওই পাঁচ কিশোর। তাদের দেখে পার্ক কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাদের ব্যাগ তল্লাশি করেন। তল্লাশিতে তাদের ব্যাগে স্কুলড্রেস পাওয়া যায়। এ সময় ৮ম শ্রেণিপড়ুয়া এক ছাত্রের ব্যাগে পাঁচটি কনডম পাওয়া যায়। স্কুলড্রেস পরে পার্কে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় তারা টি-শার্ট পরে প্রবেশ করেন। এ ঘটনায় তাদেরকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা জানান, স্কুল চলাকালীন শিক্ষার্থীরা পার্কে আসতে পারবেন না। সন্দেহ হওয়ায় তাদের ব্যাগ তল্লাশি করা হয়। ছাত্রের ব্যাগে কনডম পাওয়া আসলেই বিস্ময়কর। স্কুলশিক্ষক ও অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দিয়েছি।