স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
একুশে জার্নাল
এপ্রিল ২৯ ২০১৯, ১১:৫৮

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
র্যাবের দাবি, নিহত সাইফুল স্কুলছাত্রীকে ধর্ষণের মামলার আসামি। ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করতে গেলে বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে মারা যান সাইফুল।
সোমবার ভোররাত ৪টার দিকে লোহাগাড়ার উত্তর আমিরাবাদ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম (২৭) উত্তর আমিরাবাদ পূর্ব মুহুরিপাড়ার আবদুস সোবহানের ছেলে। তিনি সৃজনশীল নামে একটি কোচিং সেন্টারের মালিক।
র্যাবের চট্টগ্রাম জোনের পরিচালক এএসপি মো. মাশকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর ৪টার দিকে রাতে সাইফুল ইসলামকে গ্রেফতার করতে গেলে তার সঙ্গে র্যাবের টহল দলের বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে সাইফুলের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। সেখানে দুটি অস্ত্র ও ২৪ রাউন্ড গুলি পাওয়া যায়।
উল্লেখ্য, ১২ এপ্রিল উপজেলার উত্তর আমিরাবাদ এলাকায় কোচিং সেন্টারের শিক্ষক সাইফুলের বিরুদ্ধে হাত-পা বেঁধে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ ওঠে। পরে পুলিশ কোচিং সেন্টারটি বন্ধ করে দেয়।