সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর তিন মাস পর লাশ পেলো পরিবার
একুশে জার্নাল ডটকম
জুন ০২ ২০২২, ১৯:০৮
জহিরুল ইসলাম সরকার, জুড়ী: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসীর লাশ দাফন সম্পন্ন হয়েছে। প্রায় তিন মাস আগে সেখানে সড়ক দুর্ঘটনায় ইসলাম উদ্দিন (৪৫) নামে এ প্রবাসীর মৃত্যু হয়। পরে বৃহস্পতিবার (২ জুন) সকালে ইসলাম উদ্দিনের লাশ দেশে স্বজনদের কাছে পৌঁছলে নিজ গ্রামে দাফন সম্পন্ন করা হয়।
নিহত ইসলাম উদ্দিনের বাড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে। তিনি সৌদি আরবের আরার শহরে শ্রমিকের কাজ করতেন।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ইসলাম উদ্দিন কাজ শেষে সাইকেলে বাসায় ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ব্যক্তিগত গাড়ি ওই সাইকেলকে জোরে ধাক্কা দেয়। এতে ইসলাম উদ্দিন সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সাগরনাল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাহেদুর রহমান মুসলিম আজ বলেন, সৌদি আরবে বসবাসকারী আত্মীয় স্বজনের সহযোগিতায় আজ সকালে ইসলাম উদ্দিনের লাশ স্বজনদের কাছে পৌঁছেছে। দুপুরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হবে। ইসলাম উদ্দিনের স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।