সৌদি আরবে পরিবর্তন হচ্ছে শ্রম আইন
একুশে জার্নাল ডটকম
নভেম্বর ০৮ ২০২০, ১৩:৩২
রাহিমুল ইসলাম রাসেল(সৌদি আরব প্রতিনিধি): অবশেষে সৌদি আরবে বাতিল হচ্ছে কাফালা প্রথা, এতে বেশ কিছু সুবিধা পাচ্ছে সৌদি প্রবাসীরা। গত ৪ নভেম্বর (বুধনার) সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় অফিসিয়াল ঘোষণা দিয়ে জানিয়েছে,১৪ মার্চ ২০২১ থেকে আর প্রচলিত ‘কফিল পদ্ধতি’ থাকবে না।
বেসরকারি প্রতিষ্ঠানে যেসব প্রবাসীরা কর্মরত আছে, তাদের সবাই এখন থেকে শ্রম মন্ত্রণালয়ের অধীনে সরাসরি কাজ করবেন। তবে গৃহকর্মী ও হাউজ ড্রাইভাররা এই সুযোগ পাবেন না। আপাতত তারা আগের নিয়ম অনুযায়ী কফিলের অধীনেই কাজ করবেন।
কফিল পদ্ধতি বাতিল হলে যেসব সুবিধা সমূহ শ্রমিকগণ পাবে
১) চলমান চুক্তি শেষে চাকুরি ট্রান্সফারের জন্য কফিলের পারমিশন নিতে হবে না। চুক্তিবদ্ধ অবস্থায় নোটিশ দিয়ে নির্দিষ্ট সময় শেষে ট্রান্সফার নেয়া যাবে।
২) এক্সিট, রি-এন্ট্রি ভিসার জন্য কোন পারমিশন লাগবে না।
৩) চাকুরির চুক্তি শেষে কর্মী সহজেই ফাইনাল ভিসা নিতে পারবেন। কোন প্রকার পারমিশন লাগবে না।
৪) কফিল হুরুব লাগাতে পারবে না।