সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগ আটক ২
একুশে জার্নাল
ডিসেম্বর ২৫ ২০১৮, ১০:৪৫
আসন্ন নির্বাচনকে ঘিরে ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে নারীসহ দুই জনকে আটক করেছে র্যাব।
সোমবার রাতে ও মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও ও শেরেবাংলা নগর এলাকা থেকে তাদের আটক করে র্যাব-২ এর সাইবার টহল দল।
আটকৃতরা হলেন, মুক্তা চৌধুরী ওরফে মনি চৌধুরী ওরফে উষা মুক্তা উষা (৪০), ও মোফাচ্ছেল হোসেন (২৪)।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করা, রাষ্ট্রীয় স্পর্শকাতর বিষয় নিয়ে উদ্দেশ্যমূলক প্রচার, জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফেক ওয়েবসাইট তৈরির মাধ্যমে সরকারবিরোধী প্রচারণা, নির্বাচন কমিশনার, সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগসহ বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠানকে ঘিরে অপপ্রচার যা ‘ডিজিটাল সিকিউরিটি আইন-২০১৮’ এ সাইবার ক্রাইম।
সাইবার স্যাবোটাজ ও অপরাধ নিয়ন্ত্রণে র্যাব-২ এর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-২ এর সাইবার টহল টিম নজরদারি চালিয়ে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।