সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ৬২
একুশে জার্নাল
ডিসেম্বর ১৭ ২০১৮, ১৪:২১
আফ্রিকার সংঘাত কবলিত দেশ সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় আল-শাবাব বিদ্রোহী গোষ্ঠীর ৬২ সদস্য নিহত হয়েছেন। গত শনিবার ও রোববার দেশটির দক্ষিণ-মধ্যাঞ্চলীয় বানাদির প্রদেশে ছয়টি বিমান হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
আফ্রিকায় মোতায়েন মার্কিন সামরিক কমান্ড আফ্রিকম সোমবার এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায়। তাদের দেয়া বিবৃতি অনুযায়ী, শনিবারের চারটি বিমান হামলায় ৩৪ জন ও রোববারের আরও দুটি হামলায় ২৮ জন নিহত হয়েছেন।
আফ্রিকমের ওই বিবৃতিতে বলা হয়, ‘বিভিন্ন এলাকায় হামলার আশঙ্কায় মার্কিন আফ্রিকা কমান্ড ও আমাদের সোমালিয়ান সহযোগী যৌথভাবে এই হামলাগুলো পরিচালনা করে।’ তাদের দাবি, চলতি বছরের সবচেয়ে ভয়াবহ এই বিমান হামলায় কোনো বেসামরিক নাগরিক নিহত হয় নি।
জাতিসংঘ সমর্থিত সোমালিয়ান সরকারকে সমর্থনের উদ্দেশে দেশটিতে নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। আর অনেক বছর ধরে সেখানে সশন্ত্র আন্দোলন চালিয়ে আসছে বিদ্রোহীগোষ্ঠী আল শাবাব। গত নভেম্বরে আল শাবাবের ৩৭ সদস্যকে হত্যার কথা জানিয়েছিল মার্কিন সেনাবাহিনীর আফ্রিকান কমান্ড।