সোনালী প্রজন্ম ও জিনিয়ার সমাজ উন্নয়ন সংস্থার ফ্রি ব্লাড ক্যাম্প অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ২৯ ২০১৮, ১০:০৭
কাজী শহিদুল্লাহ ওয়াহিদ; ফটিকছড়িতে সোনালী প্রজন্ম বাংলাদেশ ও জিনিয়ার সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে
ফ্রি চিকিৎসা সেবা ও ব্লাড ক্যাম্পিং সম্পন্ন হয়েছে।
গত( ২২ সেপ্টেম্বর) উপজেলার উত্তর পাইন্দং এর খালেদা কালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
অনুষ্ঠিত হয়েছে।
এসময় এলাকার ২৫০ জন পুরুষ ও নারীকে ফ্রি ব্লাড টেস্ট ও চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
পাইন্দং ইউপির চেয়ারম্যান এ কে এম সরোয়ার হোসেন স্বপনের সার্বিক সহযোগিতাই এসময় উপস্থিত ছিলেন এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা নেজাম উদ্দীন।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু.দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিনিয়াস সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল মালেক সুমন,
মুরাদ আহমেদ শাওন,সাইফুল করিম বাবর,সাহিদা আক্তার জুনাকি,ফারজানা আক্তার,আরিফুল ইসলাম হৃদয়,সাহনাজ তাসমিন লোকনা,ফারহান, সমাজকর্মী নাসির, মহিম, রাহেন,তারেক,সাইমন, রিয়াজুল প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাজ্জাদ আহম্মেদ শাওন।