সোনারগাঁয়ে দুলাভাই কর্তৃক শালিকা ধর্ষণ, থানায় ধর্ষিতার জবানবন্দি
একুশে জার্নাল
এপ্রিল ০১ ২০২০, ২১:০১

মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় আপন বোনের জামাতার হাতে ৬ মাস যাবত পালাক্রমে ধর্ষিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় ধর্ষিতা নিজে সোনারগাঁ থানায় হাজির হয়ে অভিযোগের বিবাদী তার আপন বোন জামাই বৈদ্যেরবাজার গ্রামের মুকবুল হোসেনের ছেলে মুবারক হোসেনের (৩০) নামে ২৭ মার্চ রাত ৮টায় ঝাউচর ধর্ষিতার শশুরবাড়িতে গিয়ে ধর্ষণের চেষ্টা করতে চাইলে তার শ্বশুড়বাড়ির লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে সে পালিয়ে গেলে পুরো বিষয়টি পারিবারিকভাবে সমাধা করার চেষ্টা করে।
সরেজমিনে সাংবাদিকদেরকে অভিযোগের বাদি ধর্ষিতার ননদ আমেনা (৩৬) জানান, এই মেয়েকে আমার ভাই বিয়ে করার বছর খানেক আগে থেকেই তার বড় বোন জামাই মুবারক বিভিন্ন ভাবে ধর্ষণ করতো। এমনকি তার বউ, শাশুড়ী ও শ্বশুড় জানলেও সামাজিক সম্মানহানির ভয়ে উল্টো নিজের মেয়েকে মারধর করে ধামাচাপা দিত।
জানা যায়, মুবারক ঘরজামাই হিসেবে প্রায় ৬ বছর যাবত তার শ্বশুরবাড়ি দুধঘাটাতেই থাকছেন।
ঘটনা সম্পর্কে ঐ এলাকার স্থানীয় রাজু আহমেদ জানান, মেয়েটি সহজসরল, মাত্র ৫ মাস হয়েছে তার বিয়ে দেয়া হয়েছে। যেহেতু মেয়ে নিজ মুখে ঘটনার স্বীকার করেছে তাহলে ঘটনা সত্য। বিষয়টি পুলিশ তদন্ত করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।
অভিযোগ সম্পর্কে তদন্ত কর্মকর্তা সোনারগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক আঃ রউফকে জিজ্ঞেস করলে তিনি জানান যে, ঘটনাটি তদন্তাধীন আছে। দুইপক্ষের স্বাক্ষ্য নেয়া হবে এবং ঘটনা সত্য হলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি৷