সৈয়দ মুন্তাছির রিমন’র কবিতা ‘সংকট মুহুর্ত’
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ০২ ২০২২, ০০:৫০

সংকট মুহুর্ত…
যেজন আতংকে মরে সংকট দেখিয়া
শঙ্খা নাহি যায় তার কিংঙ্কর রাখিয়া
সুশিক্ষায় স্বাধীনতা সুখ মুখ্যে বিরয়
কুশিক্ষায় অধীনতা প্রত্যেকে নিরয়।
সংকট মুহুর্ত…
যেজন উর্দ্দ প্রাচীরে হারায় দৃষ্টি ছাড়িয়া
পদে পদে হুছুট খায় তার বাহু রাঙিয়া,
সুনজরে খুঁজো তারে নিজ মন ভরিয়া
সুখ্যাতি ভরে যাবে আধার ঘর ফারিয়া।
সংকট মুহুর্ত…
যেজন স্বপ্ন দেখে বের হয় আশা নিয়া
মা-মাটির প্রেমে কদম ফেলে সব রাখিয়া,
কুনজর চলে যায় শত ধাঁধার ঘর মাড়িয়া
প্রভুর রহমত আসে তার গুনগান গাহিয়া।
সংকট মুহুর্ত…
যেজন সদা বিচরণ করে শত ধৈর্য দরিয়া
আলোর আধারে ভরে তার কথা মাতিয়া,
দিগন্তের জ্যোতি চিহৃ রাখে চোক্ষু বিজিয়া
কেউ তারে রুখতে পারেনা একত্রে নাচিয়া।