সৈয়দপুর মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা আব্দুল হাই আর নেই
একুশে জার্নাল ডটকম
মার্চ ২৮ ২০২০, ১৩:৫৭
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর দারুল হাদীস মাদ্রাসার দীর্ঘদিনের শায়খুল হাদীস,শায়খুল হাদীস আল্লামা আব্দুল হাই আর নেই।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
প্রাজ্ঞ হাদীস বিশারদ হবিগঞ্জের শিবপাশার রত্ন, শায়খুল হাদীস আল্লামা আব্দুল হাই আজ (২৮ মার্চ) শনিবার দুপুর ১২.৩০ মিনিটের সময় হবিগঞ্জের শিবপাশায় তাঁর নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন।প্রবীণ এ আলেমে দ্বীন মৃত্যুর সময় ৫ ছেলে,৩ মেয়ে এবং বহু ছাত্র ও ভক্ত রেখে গেছেন। তাঁর ইন্তেকালে বৃৃৃৃহত্তর সিলেটের আলেম সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদীস মাদ্রাসায় তিনি দীর্ঘ ৪৪ বছর বুখারী শরীফের দরস দেন।তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বংশিপ্পা গ্রামে জন্ম গ্রহণ করেন।