সৈয়দপুরের প্রবীণ আলেমে মাওলানা আব্দুল আউয়াল এর ইন্তেকালে মুফতি ছালেহ আহমদ এর শোক প্রকাশ
একুশে জার্নাল
জুন ০৬ ২০২০, ১৭:১০
উস্তাদুল উলামা, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া দারুল হাদীস সৈয়দপুর টাইটেল মাদ্রাসার সাবেক উস্তাদ, প্রবীণ আলেমে দ্বীন মাওলানা আব্দুল আউয়াল বড় হুজুর এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সেক্রেটারি মাওলানা মুফতি ছালেহ আহমদ।এক শোক বার্তায় তিনি বলেন, মাওলানা আব্দুল আউয়াল বড় হুজুর রহ. এলাকার সর্বস্তরের মানুষের শ্রদ্ধার পাত্র ছিলেন। জীবনে অসংখ্য মাদ্রাসায় ইলমে নববীর শিক্ষা প্রদান করেছেন। তিনি ছিলেন একজন আদর্শ মানুষ গড়ার কারিগর। মহান আল্লাহ রাব্বুল হযরত কে জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাক্বাম দান ও শোকাহত পরিবারের সদস্যদের ছবরে জামিল দান করুন-আমীন ।