সুয়াবিল ইসলামী গণপাঠাগারে সংবর্ধিত প্রবাসী সেক্রেটারি আল মাহমুদ
একুশে জার্নাল ডটকম
আগস্ট ০৩ ২০১৯, ১৯:৫৪
কাজী শহিদুল্লাহ ওয়াহেদ
সুয়াবিল ইসলামী গণপাঠাগারের উদ্যোগে প্রবাসী কমিটির সুযোগ্য সেক্রেটারি তরুণ সমাজসেবক, ত্যাগী ও সকলের আস্থার প্রতীক, ব্যবসায়ী ও সংগঠক, কার্যকরী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক আল মাহমুদের স্বদেশ প্রত্যাবর্তনে গত ০২ আগস্ট’১৯ জুমাবার সন্ধ্যা ০৭ টায় নাজিরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের (সুয়াবিলের) প্রাণকেন্দ্র চুরখাঁহাট বাজারস্থ সাংগঠনিক অফিস লিলনায়তনে পাঠাগার সভাপতি মাওলানা জমীর উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক মুফতি মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনানুষ্ঠানে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননাপত্র তুলে দেন সভাপতি ও আয়োজক কমিটির শীর্ষ দায়িত্বশীলগণ।
সংবর্ধিত অতিথি আল মাহমুদ তাঁর অভিব্যক্তি ও কাজের মূল্যায়নে বলেন,মুসলিম জাতির এই ক্রান্তিকালে আলেম সমাজের পাশাপাশি সমাজবিপ্লবীদেরও বিজয়ের সংগ্রামে উলামায়ে কেরামের সঠিক নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থেকে জালিমের বিরুদ্ধে সার্বক্ষণিক সংগ্রামে ঝাপিয়ে পড়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এ সকল কর্মসূচি বাস্তবায়নে এলাকাবাসী ও তরুণদের ঐক্যবদ্ধ করার নেতৃত্ব কাঁধে তুলে নিতে হবে এলাকার অন্যতম শীর্ষ সংগঠন “সুয়াবিল ইসলামী গণপাঠাগার”কেই।
এতে বক্তব্য রাখেন, সহ সভাপতি মাওলানা ইফান কাদের, সহ সাধারণ সম্পাদক মুফতি আখতার হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা নোমান বিন ওমর, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক এয়াকুব আলী কোম্পানি, দপ্তর সম্পাদক মুহাম্মদ আশরাফ আলী, সহকারী দপ্তর সম্পাদক ওমর বিন ইবরাহীম, সহকারী শিক্ষা ও সংস্কৃতি বি. সম্পাদক মুহাম্মদ ফয়েজ প্রমূখ। উপস্থিত ছিলেন, কার্যকরী সদস্য মুহাম্মদ ইকবাল, ইমন ও হাফেজ আবু বকরসহ অনেকে।
পরে চুরখাঁহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুল মালেক আত্মার মাগফিরাত ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



