সুস্থ হয়ে হাটহাজারি ফিরলেন আল্লামা আহমদ শফী
একুশে জার্নাল ডটকম
জুলাই ২৫ ২০২০, ১৯:২৪
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী সুস্থ হয়ে হাসপাতাল থেকে আবারও হাটহাজারী মাদ্রাসায় ফিরে গিয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শনিবার (২৫ জুলাই) দুপুরে ছাড়পত্র পেয়েছেন তিনি। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তিনি ফিরে গেছেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায়।
সুস্থতার বিষয়টি নিশ্চিত করে আল্লা্মা শফীর ছেলে আনাস মাদানী জানান, পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ায় শনিবার বেলা আড়াইটার দিকে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়। তিনি মেডিকেল থেকে সরাসরি প্রিয় কর্মস্থল হাটহাজারী মাদ্রাসায় উঠেন। তিনি মাদ্রাসাতে অবস্থান করবেন।
তিনি আরও বলেন, তিনি সাম্প্রতিক সময়ের মধ্যে বর্তমানে সবচেয়ে সুস্থ আছেন। করোনাভাইরাস মহামারি থেকে দেশ ও বিশ্ববাসীর মুক্তির জন্য তিনি সব সময় দোয়া করছেন। নিজের সুস্থতার জন্যও তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।