বিশ্বব্যাপী করোনাভাইরাস একটি আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত এ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয়নি। চীনে বিগত দুই মাসে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩০ জনে। তবে করোনাভাইরাসে বাড়ছে সুস্থতাও।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম সিজিটিএন জানায়, এ পর্যন্ত ১,৫৪০ ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে ৯১ বছর বয়সী এক বৃদ্ধার সাক্ষাৎকার। যিনি এখন পর্যন্ত সবচেয়ে বেশি বয়স্ক রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে রিলিজ নিয়েছেন।
ওয়াং নামে আক্রান্ত ওই রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দশদিন আগে হাসপাতালে ভর্তি হন। দশদিন চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।
করোনভাইরাস নিয়ে চীন সরকার এরই মধ্যে ৩১টি প্রদেশে এক নম্বর জরুরি সতর্কতা জারি করেছে।
করোনাভাইরাসে চীনের বাইরে দুইজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৩১৮ জন। এ নিয়ে বিশ্বে ৬৩৮ জনের মৃত্যু এবং ৩১ হাজার ৪৭৯ জন আক্রান্ত হয়েছেন।