সুস্থ সংস্কৃতি বিকাশে লেখালেখির বিকল্প নেই :মাওলানা মীর ইদ্রীস নদভী

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০১ ২০১৮, ১২:১৬

 

হাবীব আনওয়ার

সুস্থ সংস্কৃতি বিকাশে লেখালেখির বিকল্প নেই। আজ সমাজের মাঝে যেভাবে লেখালেখি ও মিডিয়ার মাধ্যমে অপসংস্কৃতির ছয়লাব চলছে, তার মোকাবেলায় তরুণ লেখকদের এগিয়ে আসতে হবে।লেখালেখির মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরতে হবে।

গতকাল ৩০ নভেম্বর শুক্রবার হাটহাজারী নুর মসজিদের দক্ষিণ বিল্ডিং আল হাবীব ম্যানসনের ২য় তলায় “বাংলা বাড়ি” মিলনায়তনে কলম ও কণ্ঠে উজ্জীবিত হওয়ার দৃঢ় প্রত্যয়ে ‘নবীন লেখক আড্ডা’ অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় আলহুদা মহিলা মাদরাসার ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা মীর ইদ্রীস একথা বলেন।

বাদ মাগরিব হাবীব আনওয়ারের সঞ্চালনায় ও আজিম উদ্দিনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদরাসার বাংলা বিভাগের শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম আমিনী।
এতে বক্তব্য রাখেন, বাংলা বাড়ির পরিচালক মুহা. ইশতিয়াক সিদ্দিকী, প্রবচন সম্পাদক কাজী হামদুল্লাহ। উপস্থিত ছিলো,জুনাইদ আহমাদ, ইব্রাহিম ফুয়াদ, আব্দুল্লাহ আল-মুনীর।

মাওলানা শফিকুল ইসলাম আমিনী বলেন, লেখালেখির পথটি অনেক কণ্টকময়।তাই ধৈর্যের সহিত চলতে হবে। লক্ষ্য স্থির করে নিয়ম মাফিক অনুশীলন করতে হবে। ভালো লেখকদের বই পড়তে হবে।তারা কীভাবে লেখালেখি করে সেটা ফলো করতে হবে।

এছাড়াও বক্তারা লেখালেখি, সাংবাদিকতা ও সমকালীন বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠান শেষে সবার পরামর্শক্রমে আগামী ১৬ ডিসেম্বর ‘স্বাধীনতা যুদ্ধে আলেমদের অবদান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেয়া হয়।