সুস্থ আছেন নন্দিত মুফাসসির মাওলানা আনসারী
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ১৪ ২০২০, ২০:০৭
রায়হান, নিউজ এডমিন: দেশের জনপ্রিয় মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা জুবায়ের আহমদ আনসারীর মৃত্যুর যে সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচার হচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।
মাওলানা জুবায়ের আহমদ আনসারী সম্পূর্ণ সুস্থ আছেন বলে একুশে জার্নাল ডটকম-কে নিশ্চিত করেছেন তাঁর ভাগ্নে তামিম বাতুল।
তিনি জানান, গত কয়েকদিন যাবত মাওলানা আনসারী রক্তশূন্যতায় ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে তাঁকে সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার হাসপাতাল থেকে বাড়িতে ফিরেন। এখন তিনি সুস্থাবস্থায় বাসায় আছেন এবং নিয়মিত কিতাব মুতালাআ ও মসজিদে গিয়ে নিয়মিত জামাতে নামায আদায় করছেন।
মাওলানা আনসারীর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর প্রতি তাঁর পূর্ণ সুস্থতার জন্য দো’আ চাওয়া হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত মিথ্যা সংবাদে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।