সুস্থতার সাথে দীর্ঘজীবী হোন মানবতার ডাক্তার- হুসাইন আহমদ মিসবাহ

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৮ ২০২০, ২২:৩৭

আমার অজানা এক মহান মানুষ ডাঃ সাজিদ হাসান রানা। যার সম্পর্কে আমি কিছুই জানতামনা, এখনো অনেক কিছুই জানিনা। নাম দেখে বুঝেছি তিনি মুসলমান। প্রোপ্রাইল থেকে জেনেছি তাঁর জন্মস্থান বাশবাড়িয়া, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। দাদার বাড়ী বাগেরহাট, নানার বাড়ি গোপালগঞ্জ।

গত সপ্তাহে উনার একটা পোষ্ট শেয়ার করি, যেখানে তিনি এই ‘করোনা’ আতংকের সময় ঘোষনা দেন,
“করোনা বুৃঝিনা, যদি কোন মানুষ, জ্বর, কাশি, সর্দি, শাস কষ্ট, গলা ব্যাথা হয়, কোন ডাক্তার সেবা না দিলে, কোন চিন্তা নাই অামি সেবা দিব, প্রয়োজনে বাসায় গিয়া, এছাড়া অন্য কোন রোগের ব্যাপারে পরামর্শ নিতে পারেন। ২৪ ঘন্টা সাভির্স। 01911783697 (সম্পূর্ন ফ্রি, গাড়ি সার্ভিস, ডাক্তার ফ্রি,পরিক্ষা ফ্রি) বিঃদ্রঃ গরিব অসহায় মানুষের জন্য ঔষধ ফ্রি।”
ঘোষনাটি শুনে আমি চমকে উঠি! যে সময় ডাক্তাররা রোগির কাছে যেতে ভয় পাচ্ছে! অনেকেই ক্লিনিক বন্ধ করে আচলতলে আশ্র‍য় নিয়েছে! সে সময়ে একজন ডাক্তারের এমন সাহসী উচ্চারণ!

কিন্তু আমি জানতামনা, আমার জন্য আরো চমক অপেক্ষা করছে। আজ সেই ডাক্তার সম্পর্কে জানতে তাঁর ফেবু পেইজে ঢুকি। দেখতে পাই তিনি নিয়মিত চেম্বারে বসে ফোন/অনলাইনে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন। তার থেকেও যে বিষয় আমাকে বেশি অভিভূত করেছে, এই ডাক্তার প্রতিদিন খাদ্য সামগ্রী নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। তিনি গত ১৪ এপ্রিল থেকে প্রতিদিন ১০০ শত পরিবারকে এক মাসের খাবার দিচ্ছেন। তিনি ঘোষনা দিয়েছেন, তাঁর পরিবারের পক্ষ হতে ১৪ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন ১০০ পরিবারকে এক মাসের খাবার দেবেন। উনার খাবার তালিকায় রয়েছে, “চাল ৩০কেজি, ডাল ৫কেজি, অালু ৫কেজি, পিয়াজ৫ কেজি, তৈল ২লিটার, কাচামরিচ ২কেজি, বেগুন ২কেজি, বাধাকপি ২টা, টমেটু ২কেজি, ডোরস ২কেজি, লবন ১কেজি, সাবান ১টা।” সুবহানাল্লাহ!

বাস্তবেই এমন মহান লোকের সংখ্যা বাংলাদেশে কমই আছে। আল্লাহ উনার মন-মানসিকতা, ধন-সম্পদ, হায়াত ও সুস্থতায় বরকত দান করুন। মানুষের জন্য মানবতার এই ডাক্তারকে দীর্ঘজীবী করুন। উনার রত্নগর্ভা মা ও গর্বিত পিতা জীবীত থাকলে নেক হায়াত, আর মারা গেলে জান্নাত দান করুন।
ইয়া আল্লাহ! আরো যে সকল ডাক্তাররা এই দূর্দিনে বিভিন্নভাবে মানুষের সেবা করে যাচ্ছেন, সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। ধন-সম্পদে বরকত দিন। সম্মানী জীবন দান করুন।

আর যারা এই দূর্দিনে নানান অজুহাতে ডাক্তার হয়ে চিকিৎসা সেবা প্রদান থেকে দূরে রয়েছেন, ইয়া আল্লাহ! এ সমস্ত ডাক্তারদের আমাদের কোন প্রয়োজন নেই, দেশেরও এদেরকে আর প্রয়োজন নেই, এদের ব্যাপারে তুমি ফায়সালা গ্রহন কর আল্লাহ! এদেরকে সঠিক বুঝ দাও! সঠিক বুঝ গ্রহণ নসিবে না থাকলে…………..!