সুষ্ঠু ভোটে গুরুত্বারোপ করে ১৫ কূটনৈতিক মিশনের বিবৃতি
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ০৬ ২০২২, ২৩:৪৭
বাংলাদেশের বন্ধু ও অংশীদার হিসেবে এ দেশের সাফল্যকে আরও উৎসাহিত করতে আগ্রহী ঢাকাস্থ ১৫টি কূটনৈতিক মিশন। আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। সেই সঙ্গে বিবৃতিতে তারা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য নির্বাচনি প্রক্রিয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই বিবৃতিটি প্রকাশ করেছে। ব্রিটিশ হাইকমিশন ছাড়াও অস্ট্রেলিয়া ও কানাডিয়ান হাইকমিশনসহ যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, ফ্রান্স, জার্মান, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডিশ, সুইজারল্যান্ডের দূতাবাস এবং ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন এই যৌথ বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে ১৫টি কূটনৈতিক মিশন জানিয়েছে, আমরা মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন উৎসাহিত করার ক্ষেত্রে গণতন্ত্রের মৌলিক ভূমিকাকে তুলে ধরতে চাই। আমরা মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে সংরক্ষিত স্বাধীনতা উদযাপন করি এবং ঘোষণাপত্রে বর্ণিত বিভিন্ন অঙ্গীকারের মধ্যে স্বাধীন মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও নির্বাচন বিষয়ে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের অঙ্গীকার রক্ষার গুরুত্ব তুলে ধরি।
এতে আরও বলা হয়, ১৫টি কূটনৈতিক মিশন অর্থপূর্ণ অংশগ্রহণ, সমতা, নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক মানবিক ছাড়াও অর্থনৈতিক উন্নয়নের জন্য অনুসরণীয় মূল্যবোধ ও নীতি হিসেবে গণতান্ত্রিক শাসনকে সমর্থন ও উৎসাহিত করে। আমরা বাংলাদেশের বন্ধু ও অংশীদার হিসেবে এ দেশের সাফল্যকে আরও উৎসাহিত করতে আগ্রহী এবং মানবাধিকারের সার্বজনীন ঘোষণার চেতনায় উদ্বুদ্ধ হয়ে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনি প্রক্রিয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করছি।