সুষ্ঠু নির্বাচন করাই আমার সংগ্রাম: প্রধানমন্ত্রী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ১৯ ২০২২, ১১:২৭

বাংলাদেশে কেবল আওয়ামী লীগের আমলেই সুষ্ঠু ও নিরাপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে লন্ডন সফররত প্রধানমন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচন করাই আমার সংগ্রাম। আমি সংগ্রামের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের ব্যবস্থা করেছি।

রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যুক্তরাজ্যে অবস্থান করছেন শেখ হাসিনা। সেখানে  শনিবার ক্লারিজ হোটেলের মিটিং রুমে বিবিসির সাংবাদিক লরা কুয়েন্সবার্গকে সাক্ষাৎকার দেন তিনি। রোববার বিবিসি বাংলায় এটি প্রচারিত হয়।

সাক্ষাৎকারে লারা কুয়েন্সবার্গ বলেন, জাতিসংঘ ও রানির হাইকমিশনার আপনার কাছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ বাংলাদেশে গুমের বিষয়ে অভিযোগও এনেছে। এ বিষয়ে আপনি কী বলতে চান?

জবাবে শেখ হাসিনা বলেন, যে কেউ যে কারো বিরুদ্ধে অভিযোগ তুলতে পারে। কিন্তু তা কতটুকু সত্য তা আপনাকে বিচার করতে হবে। তার আগে কোনো মন্তব্য করা উচিত না।

‘আমি আপনাকে বলেছি যে একটা দীর্ঘ সময় বাংলাদেশ শাসন করেছে সেনাবাহিনী।। তারা রাজনৈতিক দল গঠন করেছে। কখনো মানুষের কাছে গিয়ে নিজেদের জন্য ভোট চায়নি। তারা কেবল ক্ষমতায় থাকার জন্য সেনাবাহিনী ও প্রশাসনকে ব্যবহার করেছে। আওয়ামী লীগের আমলেই কেবল সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এটা আমার সংগ্রাম। আমি সংগ্রামের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করেছি।’

গুমের বিষয়ে তিনি প্রশ্ন রেখে বলেন, আপনার দেশে বা অন্য দেশগুলোতে প্রতিবছর কত মানুষ হারিয়ে যায়? আমি মনে করি আপনার আগে উচিত সঠিক তথ্য সংগ্রহ করা। এরপরেই অভিযোগ তোলা উচিত।

এসময় রানীর সঙ্গে নিজের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রানী ছিলেন একজন মমতাময়ী, মাতৃসুলভ ব্যক্তিত্ব। কমনওয়েলথের সদস্য দেশ হিসেবে তিনি বাংলাদেশের কাছেও সমান গুরুত্বপূর্ণ ছিলেন। কমনওয়েলথ সম্মেলনে যোগ দিয়ে কখনো আমাকে দেখতে না পেলে তিনি খোঁজ নিতেন যে হাসিনা কোথায়? তার স্মৃতিশক্তি ছিল অত্যন্ত চমৎকার।