সুশৃংখল জীবনের প্রশিক্ষণের মাস হচ্ছে মাহে রমজান। অধ্যাপক বজলুর রহমান

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০১ ২০১৮, ১৮:২৯

একুশে জার্নাল সিলেট:খেলফত মজলিসের কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান বলেছেন মাহে রমজান হচ্ছে সুশৃংখল ও ভারসাম্যপূর্ণ জীবন গঠনের এক উন্নত কর্মশালা।

খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা ঘোষিত ওয়ার্ড ও ইউনিয়ন ভিত্তিক “মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের পঞ্চম দিনে শাহপরাণ পূর্ব থানাধীন খাদিমপাড়া পূর্ব,খাদিমপাড়া পশ্চিম ও টুলটিকর ইউনিয়নের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

১০ রমজান রবিবার শহরতলীর শাহপরাণস্থ নলেজ হোম স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন।

থানা সভাপতি তৌফিকুল ইসলাম ছাবিরের সভাপতিত্বে ও থানা সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল মান্নানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিলেট মহানগরীর দাওয়াহ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম চৌধুরী,মহানগর নির্বাহী সদস্য ও কতোয়ালী পশ্চিম থানা সভাপতি মাওলানা খায়রুল ইসলাম,শাহপরান পূর্ব থানার উপদেষ্টা মাওলানা রশিদ আহমদ ও আনোয়ারুল হক সুফিয়ান।

ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন নলেজ হোম স্কুলের পরিচালক জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া,বিশিষ্ট লেখক কলামিস্ট কুবাদ বখত চৌধুরী,ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সেক্রেটারী আফজাল হোসাইন কামিল,খেলাফত মজলিস কতোয়ালী পুর্ব থানার অফিস ও প্রচার সম্পাদক মাস্টার মোহাম্মদ শাবাজ মিয়া,শাহপরান পুর্ব থানা সাংগঠনিক সম্পাদক কয়েছ উজ্জামান চৌধুরী,সমাজ কল্যাণ সম্পাদক বদরুল ইসলাম,খাদিমপাড়া ইউ,পি পুর্ব সভাপতি শরিফ আহমদ,সাধারণ সম্পাদক মনসুর আহমদ,খাদিমপাড়া ইউ,পি পশ্চিম সাধারণ সম্পাদক মাওলানা ফজল আহমদ,টুলটিকর ইউ,পি সাধারণ সম্পাদক মাওলানা মনসুর আহমাদ প্রমূখ।