সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি’র ইভেন্ট “সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দ

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০১ ২০১৯, ১১:০০

 

এহসান বিন মুজাহির : পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ভাগাভাগি করে নিতে ৩১ মে ২০১৯ ইং তারিখ রোজ শুক্রবার বিকেল বেলা ৪ ঘটিকায় শ্রীমঙ্গল কলেজ রোডস্থ চারুকলা প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি’র ইভেন্ট “সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দ” অনুষ্ঠিত হয়।

উক্ত ইভেন্টের মাধ্যমে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদ বস্ত্র অর্থাৎ ঈদের নতুন কাপড় তুলে দেওয়া হয়।ঈদের আগেই নতুন কাপড় হাতে পেয়ে শিশুরা আনন্দ-উল্লাসে মেতে উঠে।

শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃশামীম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাদির হোসেনের পরিচালনায় উক্ত ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ইসমাইল মাহমুদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রুরিস্ট পুলিশ মৌলভীবাজার জোনের এ.এস.আই নোয়াব আলী,দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি অনুজ কান্তি দাশ এবং ছিন্নমূল সমাজ কল্যান সংস্থার সভাপতি তাপস দাস।