সুবিচার হলেই বেগম জিয়া মুক্তি পাবেন: জাফরুল্লাহ চৌধুরী

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৩ ২০১৮, ১৪:৪৪

সুবিচার পেলেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাবেন বলে মন্তব্য করেছেন গণ স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

৩ নভেম্বর, শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সুপ্রিম কোর্টের আইনজীবীদের নিয়ে আয়োজিত ‘গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন’ মানববন্ধন কর্মসূচিতে তিনি এমন কথা বলেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন আবেদ রাজা।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘খালেদা জিয়ার জন্য কারো দয়ার প্রয়োজন নেই। উনার (খালেদা জিয়ার) প্রতি ন্যায্য অধিকার প্রয়োগ করা হোক। উনার প্রতি সুবিচার যেন করা হয়। সুবিচার হলেই উনার মুক্তি সম্ভব। কিন্তু সুবিচার হচ্ছে না। এ দেশের বিচারব্যবস্থা স্বাধীন না।’

‘জামিন পাওয়া মানুষের মৌলিক অধিকার। খুনের মামলার আসামি জামিন পায়, তাহলে খালেদা জিয়া কেন জামিন পাবেন না? আমি গত কয়েক দিনে দেখেছি কোর্টের বারান্দায় হাজার হাজার মানুষের আহাজারি। কোর্টের বারান্দায় শুয়ে আছে, কোথায় ভেড়ামারা, খুলনা, কুষ্টিয়া, ঈশ্বরদী, চট্টগ্রাম থেকে এসেছে জামিনের জন্য। এ অবস্থার পরিবর্তন দরকার।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘খালেদা জিয়ার বড় অপরাধ তিনি সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। তার বিরুদ্ধে দুই কোটি টাকার মামলা। অথচ সেই দুই কোটি টাকা বেড়ে ছয় কোটি হয়েছে এবং ব্যাংকে গচ্ছিত আছে। আর বাংলাদেশ ব্যাংকের সোনা তামা হয়ে যাচ্ছে। তার পরও দুদক মামলা করে না।’