সুবর্ণচরের ধর্ষিত মায়ের মতো শত শত নারী নিরাপত্তাহীন -মোমিন মেহেদী

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ০৬ ২০১৯, ১৩:৩৮

শান্তা ফারজানা সিলেট: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী প্রশাসন, আওয়ামী লীগ-বিএনপি ও এই সকল দলের অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, সুবর্ণচরের ধর্ষিত মায়ের মত শত শত নারী নিরাপত্তাহীন। তাদেরকে নিরপত্তা দিন। সুবর্ণচরের ধর্ষিত মাকে নিয়ে আর রাজনীতি করবেন না। আপনাদের লজ্জা নেই বলেই আজ যখন নির্মম নির্যাতনের শিকার মা পারুল বেগম শয্যাশায়ী, তখন নতুন নতুন নাটক সাজাচ্ছেন। অথচ তার মত অসংখ্য মা-বোন এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে। কেবলমাত্র মিডিয়ার সামনে মুখ না দেখিয়ে আমাদের রাজনীতিকে শঙ্কুমুক্ত করার জন্য নিবেদিত হোন।  

তিনি নতুনধারার তোপখানা রোডস্থ কার্যালয়ে ৬ জানুয়ারী বেলা ১১ টায় অনুষ্ঠিত প্রেসিডিয়াম বোর্ড সভায় উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,  রাইসা আলমগীর, অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, হাসানুজ্জামান চৌধুরী, দেব দুলাল চক্রবর্তী সিআইপি, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান গাজী একরামুল হক লিটন, সুব্রত গায়েন, যুগ্ম মহাসচিব সুচিন্দ্রমা রায়, আনোয়ার ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।