সুন্দরগঞ্জে জামায়াত নেতা সামিউল ইসলাম বহিস্কার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ১০ ২০২১, ১৭:৩৪

সুন্দরগঞ্জ প্রতিনিধি: সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের জামায়াত নেতা সাবেক চেয়ারম্যান সামিউল ইসলামকে বহিস্কার করেছে সংগঠনটি।

জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্দেশে জেলা আমীর ও জেলা সেক্রেটারি স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

“শান্তিরাম” ইউনিয়নের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় “মাওঃ সামিউল ইসলাম” কে জামায়াত থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

যুদ্ধাপরাধীর অভিযোগ এনে দলটির রাজনৈতিক প্রতিক নিষিদ্ধ করা হলেও স্থানীয় সরকার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার নির্বাচনে দেখা মিলছে নেতাকর্মীদের ।