সুনামগঞ্জ-২ আসনে জমিয়তের মনোনয়ন পত্র নিলেন লন্ডন প্রবাসী মাওলানা শোয়াইব আহমদ
একুশে জার্নাল
নভেম্বর ১৪ ২০১৮, ০৬:২৫
একুশে জার্নাল:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ২০ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেছেন।
গতকাল মঙ্গলবার জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
মাওলানা শোয়াইব দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে জমিয়তের রাজনৈতিক কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি নিজের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের অবহেলিত মানুষের জন্য বিভিন্ন আর্ত সামাজিক, উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছেন। প্রবাসে অবস্থান করলেও প্রায় প্রতি বছরই দেশে আসেন গণ মানুষের টানে।
প্রথম দিনে মোট ২২ জন জমিয়তের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার সকালে দলটির মহাসচি আল্লামা নুর হোছাইন কাসেমী দলীয় মনোনয়নপত্র বিক্রয়ের অনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মঙ্গলবার থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়নপত্র বিক্রয় চলবে। আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীগণ এই তিন দিনের মধ্যে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন বলে জানা গেছে।