সুনামগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের ত্রান সামগ্রী বিতরণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৮ ২০১৯, ২১:৫৯

বাংলাদেশ খেলাফত মজলিসের নায়বে আমীর মাওলানা রেজাউল করিম জালালী বলেছেন, বানভাসি মানুষ মানবেতর জীবন যাপন করছে। বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত পরিমাণ খাদ্যসামগ্রীর অভাবে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বানভাসি মানুষের সহযোগিতায় এগিয়ে আসা ঈমানী ও নৈতিক দায়িত্ব। বিত্তশালী সকলকে বন্যাকবলিত মানুষের দূর্যোগে এগিয়ে আসার আহবান জানান তিনি।

আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারে ও বিশ্বম্ভপুর উপজেলায় বন্যা দুর্গত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণকালে এসব কথা বলেন।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ উবায়দুর রহমান, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা নূর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ শাহিদ আহমদ, সিলেট জেলা সহসাধারণ সম্পাদক ডা.মোস্তফা আহমদ আজাদ, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মুহাম্মদ মাহবুবুল হক, সুনামগঞ্জ জেলা সহসাধারণ সম্পাদক মাওলানা রমিজ উদ্দিন, সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ সভাপতি জমিরুল ইসলাম মুমতাজ, দিরাই উপজেলা সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, বিশ্বম্ভপুর উপজেলা সভাপতি মাওলানা তাজুল ইসলাম প্রমূখ।

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার অর্থায়নে সুনামগঞ্জের জেলার

প্রায় দুইশত পরিবারকে সংগঠনের কেন্দ্রীয় ত্রাণ ফান্ড থেকে নগদ টাকা সহ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।