সুনামগঞ্জে দ্বিতীয় দফায় বন্যা: অনাহারে-অর্ধাহারে লক্ষাধিক মানুষ
একুশে জার্নাল ডটকম
জুলাই ১৩ ২০২০, ২০:০৯

বৃষ্টিপাত কমলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জে দ্বিতীয় দফার বন্যায় বানভাসি মানুষের দুর্দশার কমছে না। পানিবন্দী হয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে লক্ষাধিক মানুষ।
মেঘালয়ের চেরাপুঞ্জির ভারি বৃষ্টির পানি চেলা নদী দিয়ে তীব্র বেগে নেমে আসছে ছাতকে। এই পানিতে ডুবে যাচ্ছে ফসলের জমি, পথ-ঘাট, বসতবাড়ি। এতে কিছু মানুষের জায়গা হয়েছে আশ্রয় কেন্দ্রে। আর গবাদিপশুর ট্রেন লাইনে। আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেয়া বানভাসি মানুষেরাও ভালো নেই।
এক সপ্তার ব্যবধানে দ্বিতীয় দফার বন্যায় বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছে ছাতক, দোয়ারাবাজারসহ সুনামগঞ্জের ১১ উপজেলা ও চার পৌর এলাকার বিস্তীর্ণ জনপদের মানুষেরা। সুনামগঞ্জ সদরের সঙ্গে তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামাগঞ্জ ও ছাতক উপজেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জেলার ক্ষতিগ্রস্ত কয়েক লাখ বানভাসি মানুষের সহযোগিতায় সরকারের উদ্যোগে রয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
সুনামগঞ্জের ২৬৯টি বন্যা আশ্রয় কেন্দ্রে ১৩৭৯ পরিবারকে আশ্রয় দেয়া হয়েছে।