সুনামগঞ্জের দিরাইয়ে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
একুশে জার্নাল ডটকম
জুন ২৫ ২০২২, ২২:০৫
২৫ জুন শনিবার দুপুরে দিরাই উপজেলার দৌলতপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ খেলাফত মজলিস দিরাই উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা সিরাজুল হক,বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার বায়তুল মাল সম্পাদক মুফতী সৈয়দ নাসির উদ্দিন আহমদ,বাংলাদেশ খেলাফত মজলিস জগদল ইউপি শাখার সভাপতি মাওলানা সাইফুর রহমান,হাফিজ তোফায়েল আহমদ প্রমুখ।
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতী মুহাম্মদ মাহবুবুল হক শতাধিক পরিবারে চাল-ডাল, আলু সহ নিত্য প্রয়োজনীয় পণ্য, শুকনো খাবার ও নগদ অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্য বিতরণের উদ্যোগ নেন।
বিতরণকালে তিনি বলেন,বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার এই উদ্যোগে যারা মানবতার পাশে দাঁড়িয়েছেন,আল্লাহ তাদের মঙ্গল করুন এবং মানবতার কল্যাণে সবাইকে কাজ করার তৌফিক দান করুন।