সুনামগঞ্জের ছাতক লকডাউনে নিস্তব্ধ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৬ ২০২০, ২৩:০৮

এস এমডি শিহাব, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: করোনা সংক্রামক থেকে জনগণকে সচেতন করার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক সারা দেশের ন্যায় সুনামগঞ্জের ছাতক উপজেলা লকডাউন অবস্থায় নিঝুম দিন পার করেছে আজ। অল্প কয়েকটি মুদি দোকান বাদে সব দোকান পাট বন্ধ ছিল সারাদিন। উপজেলার শহরতলী ছাড়াও গ্রামগুলোতেও এরকম নিস্তব্ধতার প্রতিচ্ছবি দেখা গেছে।

এদিকে পৌরসভার মেয়র মানুষ যাতে সব সময় পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে পারে সেজন্যে শহরের বিভিন্ন জায়গায় পানির ট্যাংক স্থাপন করেছেন। ট্যাংক স্থাপনকালে এক কর্মকর্তা বলেন মানুষ যাতে জীবাণুমুক্ত থাকে তাই আমরা এধরনের পন্থা অবলম্বন করছি। ফলে সাধারণ জনগণ নিমিষেই পানি দিয়ে হাত- মুখ ধোয়ে পরিস্কার রাকতে সক্ষম হচ্ছে।

এছাড়াও উপজেলা প্রশাসনের সক্রিয়তার কারণে স্থানীয় লোকজন ন্যায্য মূল্যে জিনিসপত্র কিনতে পারছে বলে জানা গেছে। স্থানীয় লোকজনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, আমরা সঠিক দামেই প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারায় আমরা অত্যন্ত আনন্দিত।