সুনামগঞ্জের ছাতকে নূরানী মাদ্রাসায় চুরি!
একুশে জার্নাল
মার্চ ২৩ ২০২০, ০০:৫০
এস এমডি শিহাব, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নোয়ারাই ইউনিয়নের বাশটিলা গ্রামের রাহমানিয়া নূরানী তা’লীমুল কোরআন মাদ্রাসায় চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, গত ২১/৩/২০২০ শনিবার সকাল ১১:০০ ঘটিকার সময় মাদ্রাসা সরকারের নির্দেশ অনুযায়ী সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। দিনে রাজমিস্ত্রীরা কাজ শেষ করে বিকালে চলে যাওয়ার পর রাতে প্রায় ১১:০০ ঘটিকার সময় মাদ্রাসার মুহতামিম সাহেব দরজাগুলো ভাল করে তালাবদ্ধ করে রেখে যান।
স্থানীয় ছাত্ররা পরদিন ২২/৩/২০২০ তারিখে মাদ্রাসার দরজা খোলা দেখে শিক্ষা সচিব মাওলানা জাফর আহমদকে জানায়। তিনি মাগরিবের নামাজের পর মাদ্রাসায় ঢুকে দেখতে পান আলমারি ভাঙ্গা খাতা, রশিদ বই, মাদ্রাসার যাবতীয় কাগজ এলোমেলো করা।
খবর পেয়ে মুহতামিম সাহেব আসেন। পরে এলাকার লোকজন স্বশরীরে পরিদর্শন করে এমন ঘটনার তীব্র নিন্দা জানান।