সুনামগঞ্জের ছাতকে জমি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ১৫ ২০২০, ১৪:৩২

এস এমডি শিহাব, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগরে জমি নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলছিল জালাল ও তৈয়ব আলী, মাছুমদের সাথে।

গতকাল (১৪/০৫/২০২০) বৃহস্পতিবার আছরের সময় জালাল মিয়া নিজের জমিতে বেড়া দিতে গেলে তৈয়ব আলীর সাথে তর্কের সৃষ্টি হয়। উপস্থিত মুরব্বিরা ইফতারের পর মিমাংসার কথা বললে জালাল ও তৈয়ব আলি নিজ নিজ ঘরে চলে যান। ইফতারের পর জালাল মিয়া ঘর থেকে মিমাংসার জন্য বের হয়ে তৈয়ব আলীর বাড়ির সামনে আসেন। আবার উভয়ের মধ্যে ঝগড়া হয়। ফলে জালাল মিয়ার ভাই নিজাম উদ্দিন(২৭)পিতা আব্দুল লতিফ, রামদার আঘাতে নিহত হন, আহত হন আরো ৫জন।

আহতদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহত সবাই সিলেট উসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ছাতক থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে পুলিশ সদস্যগণ।