সুনামগঞ্জের ছাতকে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ২০ ২০২০, ১৭:৪৮

ছাতক প্রতিনিধি: 

সুনামগঞ্জের ছাতকে রোকসানা বেগম (১৮) নামের এক কিশোরীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের কঠালপুর গ্রামের আবদুল খালিকের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতের খাবার খেয়ে রোকসানাসহ পরিবারের সকল সদস্যরা ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার ভোরে ফজরের নামায পড়তে একই বিছানায় থাকা ছোট বোন ঘুম থেকে উঠে বড় বোনকে দেখতে না পেয়ে ডাকতে থাকে। তার ডাকে পরিবারের সকলের ঘুম ভাঙ্গে। এক পর্যায়ে তাকে খোঁজতে গিয়ে পাশের একটি পরিত্যক্ত কক্ষে তীরের সাথে গলায় দড়ি পেঁছানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে পুলিশে খবর দেয়া হলে থানার এসআই ইয়াছিন মুন্সি ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।