সীতাকুন্ডে শ্বাসকষ্ট নিয়ে যুবকের মৃত্যু, দাফন-কাফনে এগিয়ে গেল গাউসিয়া কমিটি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৮ ২০২০, ২১:৩৭

মোঃমামুনুর রশিদ মাহিন- সীতাকুণ্ড(চট্রগ্রাম)প্রতিনিধি: আজ শনিবার (৮ আগষ্ট ২০)উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজীদ এলাকার আম্বিয়ার বাড়ি নিবাসী জোবাইদুল কাদের নামে ১৮ বছরের এক যুবকের শ্বাস কষ্ট নিয়ে নগরীর মা ও শিশু জেনারেল হাসপাতালে ভোরে মৃত্যু হয়।

চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন,পাক্কা মসজীদ এলাকায় এক যুবকের শ্বাস কষ্ট নিয়ে মৃত্যু হয়।

নিহত পরিবারের পক্ষ থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশ সোনাইছড়ি ইউনিয়ন শাখায় জানানো হলে তাৎক্ষনিক ব্যবস্থা নিয়ে গাউসিয়া কমিটি,কেন্দ্রীয় ফ্রি এম্বুলেন্স সার্ভিস এর মাধ্যমে মরদেহ পৌছে দেন এলাকায়।

বাদে যোহর নামাজের পর গাউসিয়া কমিটি সীতাকুন্ড উপজেলা শাখার একটি দাফন-কাফন টিম সোনাইছড়ি ইউনিয়ন এর চেয়ারম্যান মনির আহমদ এর অনুমতি সাপেক্ষে সরকারি স্বাস্থবিধি মেনে উক্ত মরদেহ গোসল,জানাজা, কাফন ও দাফন সম্পন্ন করে বলে জানা যায়।

উল্লেখ্য এই পেনডেমিক পরিস্থিতিতে ৭ আগষ্ট পর্যন্ত চট্টগ্রামে ৫৯২ জন সহ সারা বাংলাদেশে ৭৯০ জন এর দাফন-কাফনে এগিয়ে এসেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ।