সীতাকুণ্ডের মহাদেবপুরে ছুরিকাঘাতে দুই যুবক খুন
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ২৪ ২০২০, ১৪:১৭

মোঃ মামুনুর রশিদ মাহিন- সীতাকুণ্ড ( চট্রগ্রাম) প্রতিনিধি;
চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পৌরসদরের দক্ষিণ মহাদেবপুর এলাকায়,৫নং ওয়ার্ড ভুঁইয়া পাড়ায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই বন্ধ খুন হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০) রাতে উপজেলার পৌর সদরের দক্ষিণ মহাদেবপুর এলাকায়,ওয়ার্ড ভুঁইয়া পাড়ায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দুই বন্ধর খুন হওয়ার ঘটনা ঘটে।এতে জাহিদ (২৪) নামের একজন রাত ২টার দিকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায়।সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাহিন(২৫) নামের আরেক জনের চমেক হাসপাতালে মারা যায়। এরা দুুই জন বন্ধু ছিলেন।
নিতদের বাড়ি,উপজেলার পূব আমিরাবাদ গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে মোঃ জাহিদ।আরেক জন উপজেলার ভুইয়া পাড়া গ্রামের মোহাম্মদ সুজনের ছেলে মোঃ শাহিন।
বিশেষ সূএে জনান যায়, গতকাল সন্ধ্যা সাতটার সময় রেল লাইনে বসে দুই বন্ধ সিগারেট খাচ্ছিল এ সময় জাহিদ ও শাহিন করোনাভাইরাসের কারণে দূরত্ব বজায় রেখে সিগারেট খাওয়ার জন্য বললে তারা একজন আরেকজনের ওপর উত্তেজিত হয়ে যান। এ সময় দুই বন্ধুর মধ্যে তুমুল ঝগড়া হয়।
একপর্যায়ে দুই বন্ধু তাদের গ্রুপসহ ধারালো অস্ত্র নিয়ে এসে একপক্ষ আরেক পক্ষের ওপর হামলা করে। হামলায় মোহাম্মদ জাহিদ ও মোহাম্মদ শাহিন গুরুতর আহত হয়। তাদেরকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ১১টার সময় জাহিদ নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এতে এলাকায় মাঝে থমথমে অবস্থা বিরাজ করছে। উভয়ের বাড়ি সীতাকুণ্ড পৌরসদর এলাকায়।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন মোল্লা জানান,তুচ্ছ ঘটনার জেরে মারামরিতে দু’জন নিহত হয়েছেন। ঘটনার পরপরই আমরা একজনকে আটক করেছি।এখনও কোনো পক্ষ মামলা দায়ের করনি।