সীতাকুণ্ড বিআইটিআইডি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৭ ২০২০, ১৯:২৭

চট্রগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাটের বিআইটিআইডিতে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়ার বজল আহমেদ নামের ৬৫ বছরের এক বৃদ্ধ মারা যান।
আজ শুক্রবার(১৭ এপ্রিল ২০) উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)তে সকাল ৯টার দিকে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে ওই বৃদ্ধ মারা যান।গতকাল বৃহস্পতিবার বিআইটিআইডি তে তার করোনা পরীক্ষায় পজেটিভ আসে এবং তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
এই বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন, বিআইটিআইডির পরিচালক ডা.এমএ হাসান বলেন, গতকাল মঙ্গলবার ১৪ এপ্রিল শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে পরিবারের সদস্যরা
ফৌজদারহাটের বিআইটিআইডিতে হাসাপাতালে ভর্তি করানো হয়।আজ সকালে ৯টার দিকে করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে ওই বৃদ্ধ মারা যান বলে জানাযায়।
মো: মামুনুর রশিদ মাহিন/ একুশে জার্নাল