সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দর সাথে সহকারী কমিশনার(ভূমি) মতবিনিময় সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
আগস্ট ২৮ ২০২০, ১৭:৩০
মোঃ মামুনুর রশিদ মাহিন – সীতাকুণ্ড(চট্রগ্রাম)প্রতিনিধি: চট্রগ্রামের উপজেলার সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দর সাথে উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুল ইসলাম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০) সীতাকুণ্ড উপজেলার নির্বাহী অফিসার মিল্টন রায় সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।তিনি উপজেলার বিভিন্ন সমস্যা থেকে সমাধান ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এ সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুল ইসলাম।তিনি সীতাকুণ্ডের উন্নয়নে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
এতে প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সহ-সভাপতি জহিরুল ইসলাম,সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু,এম.সেকান্দর হোসাইন।আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবে সকল সদস্যবৃন্দ।