সীতাকুণ্ড থেকে নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারকে অজ্ঞান অবস্থায় উদ্ধার

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০২ ২০২০, ১১:১৬

মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকার পুরাতন মহাসড়কের পাশে ব্রীজের নীচ থেকে অজ্ঞান অবস্থায় সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধার করা হয়।

রবিবার(১ নভেম্বর ২০) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বড় কুমিরা এলাকায় মহাসড়কের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় এক দোকানদার স্থানীয় চেয়ারম্যানকে ফোন দিয়ে বিষয়টি জানান,চেয়ারম্যান বিষয়টি পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের জানান।

পরে তাকে দেখে নিশ্চিত হয় সেই চট্রগ্রাম থেকে নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ার (৩৫) তার গায়ে স্যান্ডো গেন্জি ও শট প্যান্ট পরিহিত ছিল।পরে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয় বলে জানা যায়।

সেই আজকের সূর্যোদয় পত্রিকার স্টাফ রিপোটার ও সিটিনিউজ কমরত এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং চন্দ্রনাইশ প্রেস ক্লাবের নিবার্হী সদস্য। গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর নিজ বাসা থেকে বের হওয়ার নিঁখোজ হবার পর থেকে সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধারের জন্য বিভিন্ন কর্মসূচিতে সরব ছিল চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত সুমন বনিক উক্ত ঘটনার বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি বলেন,অজ্ঞান অবস্থায় সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কোতয়ালী থানা পুলিশের উদ্ধতন স্যারদের কাছে হস্তান্তর করি।