সীতাকুণ্ড থেকে ধর্ষণ মামলার আসামী আটক
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৯ ২০২০, ১৭:০৪

মোঃ মামুনুর রশিদ মাহিন – সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধি;
চট্রগ্রামের সন্দ্বীপে উপজেলায় এক স্কুল ছাত্রী ধর্ষণ মামলার মারুফ হোসেন নামের এক আসামীকে আটক করেছে র্যাব-৭।
শনিবার (১৮ এপ্রিল) সীতাকুণ্ড উপজেলার বাজার এলাকা থেকে বিকাল ৩টার দিকে মারুফ হোসেন (২৫)কে আটক করেন র্যাব-৭
অফিসার মেজর মুশফিক জানান,ধর্ষণ মামলার আসামী মারুফ বেশ কিছুদিন ধরে পলাতক ছিলেন।পরে আমরা গোপন সংবাদের পেয়ে অভিযান চালিয়ে শনিবার দুপুর ৩টার দিকে সীতাকুণ্ড বাজার থেকে তাকে আটক করা হয়।সেই দীর্ঘ দিন ধরে ছদ্মবেশে থেকেে সীতাকুণ্ড বাজারে ফল বিক্রি করতো।
বিশেষ সূত্রে জানা যায়, মারুফ হোসেন ছাত্রীটিকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী একাধিকবার ধর্ষণ করে। এই বিষয়টি পরিবারে জানাজানি হলে ছাত্রীর বাবা বাদি হয়ে গত ২ এপ্রিল ধর্ষণের অভিযাগ এনে সন্দ্বীপ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।এতে প্রধান আসামি মারুফ ও এক সহযোগীসহ দুইজনকে আসামি করে বলে জানাযায়।