সীতাকুণ্ড অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০৮ ২০২০, ১৮:৪০

মোঃ মামুনুর রশিদ মাহিন (সীতাকুণ্ড প্রতিনিধি) 

চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন।

আজ বুধবার(৮ এপ্রিল ২০)উপজেলার কুমিরা ইউনিয়নে সকাল ১১টায় কুমিরা এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা কুমিরার সাবেক ইউপি সসদ্য মোঃ আবু তাহের মেম্বার.কুমিরা ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউদ্দিন রাজু, আব্দুল গফুর, নুর উদ্দিন ও সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীরআলম বিএসসি

ক্যুইবেক কানাডাস্থ বৃহত্তর চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ চৌধুরীর অর্থায়নে কুমিরা কাজিপাড়া গ্রমের মধ্যবৃত্তি পরিবারের কাছে চাল ডাল সহ বিভিন্ন খাদ্য দ্রব্য পৌঁছেদেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এতে সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি জানায় করোনার কারনে মানুষ আজ গৃহবন্দি হয়ে পড়েছে।সরকারের পাশাপাশি অভুক্তদের পাশে দাঁড়াতে হবে আমাদেরকে।তিনি সমাজে বিত্তবানদের ত্রাণ বিতরণে এগিয়ে আসতে আহ্বান জানান।

তিনি আরও জানান সীতাকুণ্ড অনলাইন জার্নলিষ্ট এসোসিয়েশন কুমিরা ছাড়াও ভাটিয়ারী ও পৌরসদরেও তাদের কার্যক্রম চালাবে।