সীতাকুণ্ডে ৪০ ক্রীড়াবিদকে আর্থিক অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ১১ ২০২০, ১২:০৭

মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্রগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ক্রীড়া সংস্থার ৪০ জন ক্রীড়াবিদদের করোনাকালীন আর্থিক অনুদান দিয়েছেন উপজেলা প্রশাসন।

সোমবার (১০ আগস্ট ২০) উপজেলার প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সংস্থার ৪০ জন ক্রীড়াবিদদের মধ্যে প্রথম দিনে ১৫০০ টাকা করে ২৮ জন খেলোয়াড় আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলার নিবাহী অফিসার মিল্টন রায়।

সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবু প্রদীপ ভট্ট বলেন,জেলা ক্রীড়া সংস্থা হতে ১২ জন খেলোয়াড়কে আগে অনুদান দেয়া হয়েছে।বর্তমানে প্রতিটা ইউনিয়ন ও পৌরসভা হতে ৪ জন করে মোট ৪০ জন কে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন,উপজেলা ক্রীড়া সংস্থার বেশ কিছু খেলোয়াড় এই অনুদান পাননি বলে দাবী করেছেন।তবে ইউপি চেয়ারম্যানরা চারজন করে নাম দিয়েছেন বলে জানা যায়।

তবে সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি বিলুপ্ত হয়েছে অনেক বছর আগে।তাই সীতাকুণ্ড উপজেলার ক্রীড়াবিদদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়।

এই বিষয়ে উপজেলার নিবাহী অফিসার মিল্টন রায় বলেন, কাজে যোগদান করার পর হতেই শুনেছি কমিটির মেয়াদ শেষ হয়েছে।শীঘ্ররই এই কমিটি গঠন করা হবে বলেও জানান।