সীতাকুণ্ডে ১৫০০ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
একুশে জার্নাল
নভেম্বর ০৪ ২০২০, ১৪:০৫
মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধি: চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাসষ্ট্যান্ড কাউন্টার থেকে তল্লাশী চালিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করে পুলিশ।
মঙলবার রাত ১২ টার ১৫ মিনিট দিকে উপজেলার পৌরসভার জি.আর পরিবহনের বাস কাউন্টারের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে তল্লাশি চালিয়ে ১৫০০(এক হাজার পাঁচশত)পিস ইয়াবাসহ একজনকে আটক করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
আটককৃত আসামীদের বাড়ি,কক্সবাজার জেলার, টেকনাফ উপজেলা,হ্নীলা ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের মোচনী পাড়া গ্রামের বাসিন্দা পিতা-মৃত মোঃহারেজ এর পুএ মোঃ-ইলিয়াছ (৩৬) বলে জানা যায়।
এই বিষয়ে সীতাকুণ্ডের মডেল থানার এসআই মোঃ-মামুন হোসেন জানান,গোপন সূত্রে খবর পেয়ে আমরা ফোর্স নিয়ে অভিযান চালায়, এসময় উপজেলার বাসষ্ট্যান্ড এলাকায় তল্লাশী চালিয়ে ১৫০০পিস ইয়াবাসহ দুইজনকে আটক করি।এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়েছে।আটককৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।