সীতাকুণ্ডে ১২০০ পিস ইয়াবাসহ আটক ২
একুশে জার্নাল
সেপ্টেম্বর ০১ ২০২০, ১৬:৫৬

মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড(চট্রগ্রাম) প্রতিনিধি:
চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশী চালিয়ে ১,২০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে পুলিশ।
মঙলবার(১ সেপ্টেম্বর ২০)
উপজেলার বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টায় ৪৫ মিনিট দিকে বিশেষ অভিযানে তল্লাশি চালিয়ে একহাজার ১,২০০(একহাজার দুইশত)পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
আটককৃত আসামীর বাড়ি, মুন্সিগঞ্জ জেলার,লৌহজং উপজেলার,গোড়াকান্দা গ্রামের বাসিন্দা মৃত মান্নান মিয়ার পুএ মোঃ পনু মিয়া (৩৭)
অপর আরেক আসামী বাড়ি,
উভয় জেলার,খড়িয়া গ্রামের বাসিন্দা পিতা-মৃত ফজলু সরদার এর পুএ মোঃ মোঃ সালাম মিয়া(৪৫) বলে জানা যায়।
এই বিষয়ে সীতাকুণ্ডের মডেল থানার এসআই মোঃ আশরাফ ছিদ্দিক জানান,গোপন সূত্রে খবর পেয়ে আমরা ফোর্স নিয়ে অভিযান চালায়,এসময় উপজেলার বাসষ্ট্যান্ড এলাকায় তল্লাশী চালিয়ে একহাজার দুইশত পিস ইয়াবাসহ দুইজনকে আটক করি।
এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়েছে।আটককৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।