সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ১৫ ২০২০, ০৪:১৪

মোঃ মামুনুর রশিদ মাহিন- সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধি

চট্রগ্রাম জেলার সীতাকুণ্ডের উপজেলার কুমিরা ইউনিয়নের ঘাটঘর এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ট্রাকে ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়।

বৃহস্পতিবার (১২ মে) উপজেলার কুমিরা ইউনিয়নের এলাকায় দুপুর ২ টার সময় বাড়ির দিকে যাওয়া পথে কুমিরা ঘাটঘর এলাকায় একটি ঢাকামূখী দ্রুতগামী ট্রাকের পিছনে ধাক্কা দিলে মোঃ সালাউদ্দিন ( ৩০) নামের একজন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মৃত্যু হয়।তবে ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি বলে জানা যায়।

নিহত ব্যক্তির,বাড়ী উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের মধ্যম আকিলপুর গ্রামের মৃত সাবেরুল্লাহ এর পুত্র সালাউদ্দিন।সে পেশায় একজন কাপড় ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজানুর রহমান।তিনি জানান,খবর পেয়ে পুলিশ ও কুমিরা ফায়ার সার্ভিস

ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।এর পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশটি হস্তান্তর করি পরিবারের কাছে।