সীতাকুণ্ডে মদনহাটের পাহাড়ের ভিতর থেকে এক অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ২২ ২০২০, ০০:০০

মোঃ মামুনুর রশিদ মাহিন- সীতাকুণ্ড(চট্রগ্রাম)প্রতিনিধি; 

চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরের মদনহাট এলাকায় জঙ্গল থেকে এক অর্ধ গলিত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর মদনহাট এলাকার পাহাড়ের জঙ্গলের ভিতর একটি লাশ পড়ে থাকতে দেখে,স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পরে ঘটনাস্থল থেকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি ( তদন্ত) শামীম শেখ জানান,আমরা খবর পেয়ে মদনহাটের এলাকার পাহাড়ের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করি।তবে লাশটির শরীরে পচঁন ধরাতে চেহারা চেনা যাচ্ছেনা।ধারণা করা হচ্ছে লাশটি তিন চার দিন আগের।চট্টগ্রাম সিআইডি টিমকে জানানো হয়েছে তারা এলে লাশ শনাক্ত করবে।