সীতাকুণ্ডে বিএসবিএ হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতালে রূপান্তরে ছাত্রলীগের মানববন্ধন
একুশে জার্নাল
জুলাই ১২ ২০২০, ১৯:১০

মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড(চট্রগ্রাম) প্রতিনিধি: চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর বিএসবিএ হাসপাতালকে কোভিট ১৯ হাসপাতালে রূপান্তর করার দাবীতে ছাত্রলীগের মানববন্ধন আয়োজন করেন।
আজ রবিবার (১২ জুলাই ২০২০)সীতাকুণ্ড পৌরসদরের মহাসড়কে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সকাল ১১ টায় দিকে বৃস্টিকে উপেক্ষা করে শত শত ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন,
ওয়াডের নেতাকর্মীগণ বিএসবিএ হাসপাতালকে কোভিট ১৯ হাসপাতালে রূপান্তর করার দাবীতে
মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ শায়েস্তা খানের সভাপতিত্বে মানব বন্ধনে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জামশেদ খান,মোঃ ওমর ফারুক রাকিব, সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য এম এইচ তারেক, নাজমুল আলম অভি,রাহাত উদ্দীন নাহিদ,শেখ ফরিদ, এম এইচ রিফাত, নওশেদ নুর ইমতিয়াজ, শহিদুল ইসলাম, আবদুল্লাহ আল নোমান, মাকসুদ খান, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামস মাহমুদ লেনিন,মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহেদ পারভেজ বাপ্পি, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান মিল্কি, সীতাকুণ্ড কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শাওন চৌধুরী, ছাত্রনেতা এস এম রিয়াদ জিলানী, সাখাওয়াতুল ইসলাম নিজামী সাগর, সাইদুল ইসলাম,সাদমান,মিনহাজুল আবেদিন বিজয়, সানি, মুন্না, রাজু, সোনম প্রমুখ ছাত্র নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মোঃ শায়েস্তা খান বাংলাদেশ ছাত্রলীগ সীতসকুন্ড উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের সকল নেতাকর্মীকে জনগণের পাশে সুখে দুঃখে সব সময় পাশে থাকবার উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, সীতাকুণ্ড উপজেলা ইতিমধ্যে রেড়জোন এলাকা হিসেবে চিহিৃত হয়েছে যা আমরা সবাই অবগত রয়েছি। এ অঞ্চলে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগির সংখ্যা।জনগণ যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে না।তাই অতি দ্রুত বিএসবিএ হাসপাতালকে কোভিড ১৯ হাসপাতালে রূপান্তর করতে হবে এবং এটি সময়ের বাস্তব দাবী।।যদি আমাদের দাবী বাস্তবায়ন করা না হয়, তাহলে বৃহত্তর পরিসরে আমরা আন্দোলনে যাবার কথা ভাবছি।
উল্লেখ্য, করোনা মহামারি শুরুর পর সরকারীভাবে এ হাসপাতালকে করোনা হাসপাতাল করার প্রক্রিয়া শুরু করে হঠাৎ কেন এবং কি কারনে তা বন্ধ করা হ’ল-তা নিয়ে জনমনে নানাণ প্রশ্ন দেখা দিয়েছে। এ হাসপাতালটিকে কোভিড ১৯ হাসপাতাল করা হলে শুধু সীতাকুণ্ডবাসী নয় উপরন্তু মীরসরাইবাসীও এখানে চিকিৎসা সেবা নিতে পারবে।
বিএসবিএ হাসপাতালকে কোভিড ১৯ হাসপাতাল করার ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্লিপ্ততা সরকারদলীয় ছাত্রসংগঠন হওয়া সত্ত্বেও সীতাকুণ্ড ছাত্রলীগকে আজ রাস্তায় নামতে হলো। ছাত্রলীগের এ মানববন্ধনে মুক্তিযুদ্ধ মঞ্চ এর নেতাকর্মীরাও শরিক হয় বলে জানা যায়।