সীতাকুণ্ডে বিএম গ্যাস ফ্যাক্টরী এক শ্রমিক করোনায় আক্রান্ত
একুশে জার্নাল ডটকম
মে ১৩ ২০২০, ২২:৪৪
মোঃ মামুনুর রশিদ মাহিন- সীতাকুণ্ড (চট্রগ্রাম) প্রতিনিধি;
আজ বুধবার (১৩ মে ২০)উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে রিপোটে তার করোনা পজেটিভ ধরা পড়ে।
করোনা আক্রান্ত ব্যাক্তি বাড়বকুণ্ড ইউনিয়নে অবস্থিত বিএম এনার্জি লিমিটেডের গ্যাস সিলিন্ডার গাড়ির চালক মোঃ শফিউল আলম(৩৫) বলে জানা যায়।
সেই চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে অবস্থিত বি এম এনার্জি গ্যাস লিমিটেডের গ্যাস সিলিন্ডার গাড়ির চালক।
এসময় উপজেলা প্রসাশনের নির্দেশে বিএম এনার্জির গ্যাস ফ্যাক্টরিকে ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করেন এবং ফ্যাক্টরির ৭০ জন শ্রমিক কর্মচারীদের হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেন।
উপজেলার বিএম এনার্জি গ্যাস ফ্যাক্টরিতে করোনা ভাইরাস রুগী শনাক্ত হওয়ায়,এতে বাড়বকুণ্ড ইউনিয়নের অস্তগত মান্দারীটোলা গ্রামের মানুষের মাঝে আতংক ও উৎকন্ঠা বিরাজ করছে।
এই নিয়ে সীতাকুণ্ডে কোরোনাভাইরাসে আক্রান্ত ১৯জন।এদের মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান বলে জানা যায়।
এই বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নুর উদ্দিন রাশেদ।